top of page

তিন মিনিটের মৃত্যু


গল্পের শুরু এক চাকুরীজী কে নিয়ে আসুন তার কাছ থেকেই শুনে আসি এই রহস্যঘন গল্পটি

আমার নাম রাজন। আমি ভূত বলতে কিছু believe করি নাহ তবে দুনিয়াতে যে অদ্ভুত কিছু ঘটনা ঘটে তা আমি বুঝতে পারি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার মাধ্যমে।আমি তখন নতুন চাকরি তে জয়েন করেছি সপ্তাহে ৪ দিন কাজ করতে হয় শুধু। বেতন কম হলেও আমার মতো ব্যাচেলরের পুরা মাস ভাল ভাবেই চলে যায়। দিন দিন ওজন বাড়ছে তাই ঠিক করলাম জগিং করতে যাব সকালে।আগেও করতাম কিন্তু মাস দেড়েক নানা ঝামেয়ায় আর হয়ে উঠেনি।তাই ঠিক করলাম আমার বন্ধু সজিব এর সাথে কাল থেকে প্রতিদিন জগিং করবো রমনা পার্কে। তাই সজিবকে রাতে কল দিয়ে বললাম কালকে জগিং করতে যাব রেডি থাকিস। তাকে ১১:৩০ টায় কল দিয়ে আমি ঘুমাতে গেলাম। লাইট অফ করে শুতে গেলাম কিছুক্ষন পর খেয়াল করলাম যে আমার বিছানার সামনে কে জানি হাটাহাটি করতেসে।আমি দেখে তো অবাক পুরা ফ্লাট এ আমি একা থাকি তাহলে কে আসবে এখন👀।চোর আসল নাকি চুরি করতে???? দাড়া বেটাকে এমন শিক্ষা দিবো যে বেটা বাপ বাপ করে পালাবে। শুয়া থেকে উঠতে যাব কিন্তু একি আমি উঠতে পারছি না কেনো। কেউ মনে হয় আমাকে খাটের সাথে বেধে রেখেছে। খেয়াল করলাম চোরটা সারাঘর ময় শুধু ঘুরে বেড়াচছে।আস্তে আস্তে সে আমার খাটের দিকে আসতে লাগলো। আমি ঘাবড়ে গেলাম চিৎকার দিতে গিয়ে দেখি মুখ থেকে শব্দ বের হচছে না। আস্তে আস্তে লোকটা আমার মুখের কাছে আসতে লাগলো.আমি এরপর যা দেখলাম তা আমি নিজেই believe করতে পারলাম নাহ অন্য কারোর কথা তো বাদ।হালকা ডিমলাইটের আলোতে দেখলাম অই লোকটা আর কেউ নাহ আমি নিজে.এইটা দেখার পর ভাবলাম তাহলে কি আমি মরে গেসি. আমি কি আর বেচে নেই ।আমার সারা শরীর ঘামে ভিজে গেলো. কিছুক্ষন পর সব নীরব হয়ে গেলো. দেখলাম আমি আবার শরীর নড়াচড়া করতে পারছি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ১১:৩৩ বাজে।তাহলে তাহলে সবকিছু সপ্ন ছিল।মনে হয় আমার সাময়িক dream disorder হয়েছিল যাতে সপ্ন ও সত্যি মনে হয়। পিপাসা পেয়েছে তাই পানি পান করতে গেলাম। লাইট জালাতেই নিচের ফ্লোর এর দিকে আমার চোখ গেলো আমি অইখানেই থ. ফ্লোরে এইটা কার পায়ের ছাপ মনে হচছে যেনো কেউ কাদামাখা পায়ে এইখান দিয়ে হেটে গেছে। কিন্তু আমার পায়ে তো কোনো কাদামাখা নেই।তাহলে কি আমার তিন মিনিট এর জন্য মৃত্যু হয়েছিল।

ঠিক এই সময় খোলা জানালা থেকে আসা এক পশলা বাতাসে আমার সারা শরীর শিরশির করে উঠলো। আমি ভয়ে ভয়ে সেদিকে তাকালাম

0 comments

Recent Posts

See All
Enjoy
Free
E-Books
on
Just Another Bangladeshi
By
Famous Writers, Scientists, and Philosophers 
click here.gif
click here.gif

Click Here to Get  E-Books

lgbt-bangladesh.png
bottom of page