top of page

 অনলাইন লেখকদের জন্য ১০.০০০ টাকা সম্মানী অর্জনের সূবর্ণ সুযোগ !!!

 

আপনি কি আপনার নিজস্ব চিন্তা চেতনা, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে আপনার চারপাশের মানুষদের আলোকিত করার স্বপ্ন দেখেন? তাহলে আমরা আপনাকেই খুঁজছি। আপনি চাইলে আমাদের `ব্লগার স্কলারসিপ` স্কিমের একজন সম্মানিত লেখক হিসেবে জয়েনের মাধ্যমে আপনার প্রতিভার প্রাপ্য সম্ম্যান অর্জন করতে পারেন ।

মানসম্মত, যৌক্তিক, তথ্যবহুল ও রেফারেন্সসমৃদ্ধ ব্লগে আমাদের নিকট থেকে পাবেন বিশেষ সম্মাননা পুরস্কার ও স্বীকৃতি ( প্রতি মাসে সর্বাধিক লাইক ও কমেন্ট প্রাপ্ত ব্লগার পাবেন ১,০০০ টাকা ও বছরের ্সর্বাধিক লাইক ও কমেন্ট প্রাপ্ত ব্লগারকে ১০,০০০ টাকা সম্মানি প্রদান করা হবে )।

আপনার লেখার মান ও সোশাল মিডিয়ায় আপনার একটিভিটির উপর ভিত্তি করে আপনাকে আমাদের Just Another Bangladeshi পরিবারের  একজন সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং আপঅনার আরটিকেল JustAnotherBangladeshi.Com - তে পোস্ট করতে পারবেন। তাছাড়াও আপনার যেকোনো বিপদে আমাদের Just Another Bangladeshi পরিবারকে পাশে পাবেন।

লেখার বিষয়বস্তুসমূহঃ

১) ধর্ম, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও যুক্তিবাদ

২) Books and movie review

৩) ভ্রমনকাহিনী

৪) অনুবাদ ।

 

*ইংলিশ, বাংলা ও ফ্রেঞ্চ ভাষায় লেখা গ্রহণ করা হবে ।

*আগ্রহী লেখকদের তথ্য বিশ্লেষণের মধ্যমে ৪০ জন ব্লগার কে Just Another Bangladeshi প্লেটফরমে এড করা হবে এবং এরাই উপড় উক্ত স্কলারসিপের জন্য এলিজেবল গণ্য হবেন।

*আমরা একটি মুক্তমনা সমাজ তৈরি করতে চাই, তাই আপনার কোন লেখা সেন্সর করা হবে না কিন্তু পূর্বে প্রকাশিত ও অন্য লেখকের পোস্ট কপি করা হলে সেই পোস্টে প্রাপ্ত ইনভল্ভমেন্ট কাউন্ট করা হবে না । ( কোন ধরনের পোস্টিই আমরা ডিলিট করি না )

সময় সূচিঃ

*এই প্রকল্পে অংশগ্রহনের শেষ তারিখ - ১৫/১১/২০২০,

*অংশগ্রহণ কারীদের ওয়েবসাইটে যুক্ত করা হবে ২৯/১১/২০২০,

*প্রথম ব্লগ পোস্ট করা যাবে ৩০/১১/২০২০

*প্রথম মাসিক সম্মানী প্রদান শুরু ০৫/০১/২০২১ এবং প্রতি মাসের ৫ তারিখ মাসিক সম্মানী প্রদান করা হবে। 

*বাৎসরিক বৃত্তি ( ১০,০০০ টাকা ) প্রদান ১০/০১/২০২২

 

আগ্রহীরা আবেদন করতে প্রয়োজনীয় তথ্য উল্লেখপূর্বক নিচের ফর্ম পুরণ করুন।

Bloggers Scholarship Program
Subject of Interest for Writing
Are you enrolling yourself for bloggers scholarship program ?

Thanks for submitting! We are reviewing your request

bottom of page