top of page

সব ধর্মই মিথ্যা

সব ধর্ম অনুসারীরা বলে সকলের ঈশ্বর এক। সবাই ঈশ্বর কিংবা কিংবা আল্লাহ কে স্বীকৃতি দেয়, এই জায়গার মধ্যে সকল ধার্মিকগন একমত পোষণ করে।

তবে কেন,

কারো ঈশ্বর নামাজ খায়, কারো ঈশ্বর পুজো খায়।,

কারো ঈশ্বর মসজিদ খায়, কারো ঈশ্বর গির্জা খায়।

কারো ঈশ্বর শুয়োর খায়, কারো ঈশ্বর গরু খায়।

কারো ঈশ্বর কাবা খায়, কারো ঈশ্বর দাবা খায়।

তাহলে ঈশ্বরের ভিতরে অথবা সৃষ্টিকর্তার ভিতরে অথবা আল্লাহর ভিতরে খাওয়া খাদ্যের মধ্যে এত বিরোধ মত পার্থক্য কেন।

তবুও বোকা মানব বুঝার ক্ষমতা নেই,এগুলি ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।

মহাবিশ্বের ঈশ্বর কি চিন্তা করে, এই শিশুটিকেটি কে সৃষ্টি করেছে? এবং তার কি অপরাধ? কেন এরকম একটি পরীক্ষায় অবতীর্ণ করলেন এই মাসুম নবজাতক শিশুটি কে।

যে ঈশ্বর, অথবা সৃষ্টিকর্তা, অথবা আল্লাহর, পরিকল্পনা ছাড়া কোন ঘটনা ঘটে না, এবং কোনো কিছুর সৃষ্টি হয় না, এবং সকল সৃষ্টি পরিকল্পনা তাহারি হাতে, এমনকি যাহার অগোচরে কোন ঘটনা ঘটার সম্ভব নয়, আল্লাহ /ভগবান /ঈশ্বর এর কাছে জবাব চাই।

Comentarios


Enjoy
Free
E-Books
on
Just Another Bangladeshi
By
Famous Writers, Scientists, and Philosophers 
click here.gif
lgbt-bangladesh.png
click here.gif

Click Here to Get  E-Books

bottom of page