top of page

যুক্তিপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর-



☆ হযরত মোহাম্মদের মক্কা বিজয়ের পূর্বে কাবা ঘরের মধ্য কী ছিল ? - ৩৬০ টি মূর্তি । ☆ হযরত মোহাম্মদের পিতা আবদুল্লাহ কোন ধর্মের অনুসারী ছিলেন ? - পৌত্তলিক ধর্ম। ☆ পৌত্তলিক ধর্ম কী ? - যে ধর্মে বিভিন্ন দেব-দেবীর পূজা ও উপাসনা করা হয় । ☆ উপাসনা এবং পূজার মধ্যে কোন কোন পার্থক্য রয়েছে ? - কোন পার্থক্য নেই । ☆ আরবের কুরাইশরা কোথায় উপাসনা করত ? - কাবা ঘরে । ☆ কাবা ঘরে কী রাখা ছিল ? - ৩৬০ টি মূর্তি । ☆ হিন্দুরা মুর্তি রাখে কোথায় ? - মন্দিরে । ☆ ৩৬০ টি মূর্তি কোথায় রাখা ছিল ? - কাবা ঘরে । ☆ কাবা ঘরে কোন প্রধান দেবতার মূর্তি ছিল ? - চন্দ্র দেবতা হুবালের । ☆ আরও কোন কোন উল্লেখযোগ্য দেব-দেবীর মূর্তি ছিল ? - লাত, উজ্জা ও মানাত । ☆ লাত, উজ্জা ও মানাতের পরিচয় কী ? - তারা চন্দ্র-দেবতা এবং সূর্য দেবতার মেয়ে সন্তান । ☆ ৩৬০ টি মূর্তি ভাঙলেও হযরত মোহাম্মদ কোন চিত্রকর্ম এবং প্রতিমূর্তিগুলো ভাঙেননি ? - ইব্রাহিম, মেরী এবং যিশুর । ☆ খাদিজার চাচাত ভাইয়ের নাম কী ? - ওয়ারাকা বিন নওফেল । ☆ তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন ? - জন্মসূত্রে খ্রিষ্টান । ☆ তাহলে খাদিজা কোন ধর্মের অনুসারী ছিলেন ? - যেহেতু চাচাত ভাই জন্মসূত্রে খ্রিষ্টান, সেহেতু তিনিও..... । ☆ হযরত মোহাম্মদের দাদা কোন ধর্মের অনুসারী ছিলেন ? - পৌত্তলিক ধর্ম । ☆ তিনি কিসের উপাসনা করতেন ? - দেব-দেবীদের । ☆ সে সময়ে কাবা ঘরে কী ছিল ? - ৩৬০ টি মূর্তি । ☆ সূরা ফিল-এ বর্ণিত আবরাহা বাদশা কখন কাবা আক্রমণ করেছিলেন ? - আব্দুল মুত্তালিবের সময়ে । ☆ আব্দুল মুত্তালিবের সময়ে কাবা ঘরে কী ছিল ? - ৩৬০ মূর্তি । ☆ যেখানে পৌত্তলিকদের মূর্তি থাকে সেটাকে কী বলা হয় ? - মন্দির । ☆ সে সময়ে কাবা ঘর তাহলে কী ছিল ? - বলব না, বুঝে নিন । ☆ আবরাহা বাদশা যখন কাবা ঘর আক্রমণ করতে এসেছিলেন তখন কাবা ঘরে কী ছিল ? - ৩৬০ টি মূর্তি । ☆ আবরাহা বাদশাহের আক্রমণ ঠেকাতে আল্লাহপাক কী পাঠিয়েছিলেন ? - আবাবিল পাখি । ☆ কেন পাঠিয়েছিলেন ? - কাবা ঘরকে বাঁচাতে । ☆ কাবা ঘর তখন কী ছিল ? - পৌত্তলিকদের মন্দির । ☆ কাবা ঘরে তখন কয়টা মূর্তি ছিল ? - ৩৬০ টি । ☆ তার মানে, আল্লাহপাক একটা পৌত্তলিক মন্দির এবং ৩৬০ টি মূর্তিকে বাঁচাতে আবাবিল পাখি পাঠিয়েছিলেন ?

0 comments
Enjoy
Free
E-Books
on
Just Another Bangladeshi
By
Famous Writers, Scientists, and Philosophers 
click here.gif
click here.gif

Click Here to Get  E-Books

lgbt-bangladesh.png
bottom of page