সূরা জিনের জিন হাজির করার চেষ্টাও সাথে ঘটে যাওয়া ভয়ংকর রহস্যময়অভিজ্ঞতা
জিন নিয়ে সরাসরি ছোট থেকে অামার কৌতূহল জেগেছে অনেক অার বেশি অাগ্রহ জেগেছে মামা কে দেখে অামার মামা ছিলেন এগুলো বিষয় নিয়ে খুব অভিজ্ঞতা সম্পন্ন লোক তার অনেক ভালো ও সম্মানী হাফেজ ও মুফতি সাথে চলাফেরা তো একদিন বাসায় একজন লোক অাসলো মামা সাথে দেখে বুঝা যাচ্ছিলো তিনি একজন কোরানে হাফেজ তো মামা রা কি বিষয়ে নিয়ে কথা বলছিলো সঠিক খেয়াল নেই মামা বিশেষ প্রয়োজন বাহিরে গেলেন
এই সুযোগে অামি তার সাথে কথা বলতে মামা রুমে গেলাম প্রথমে সালাম দিলাম ওনি সালাম উওর নিলো এবং একটু মুচকি হাসি ও দিলেন বলেন কিছু বলবা ভাগ্নে
অামি অবাক হয়ে তাকিয়ে রইলাম এবং বলাম অামি অাপনাকে প্রশ্ন করবো অাপনি কিভাবে জানলেন
ওনি বলেন তুমি বুঝবা না জিন দেখার শখ জেগে কেনো ভয় লাগে না
অামি তখন রীতি মত অবাক অাপনি কিভাবে জানলেন অামি জিন বিষয়ে বা জিন দেখার শখ
ওনি উওর দিলেন অামাকে অামার এক ছাএ বলছে তোমার নাকি খুব ইচ্ছে জিন দেখার
অামি বলাম অাপনার ছাএ কিভাবে জানলো?
ওনি বলে ও একজন হাফেজ জিন ও জানতে পেরেছে ওর৷ ক্ষমতা মাধ্যমে তা বল দেখবে নাকি
জী অামার খুব ইচ্ছে তবে মামা বলে বকা,দেয়
ঠিকাছে তবে কিছু শর্তে অামি তোমাকে দেখার ব্যবস্থা করবো
জী বলুন অামি রাজি
ঠিকাছে শোন ১ম সে তোমাকে একজন যুবক রুপে দেখা দিবে ২ তার কাছে কোন কিছু চাইতে পারবেনা ৩ অামার অনুমতি ছাড়া এই অামল কাউকে দিবে না
অামি তাকে ওয়াদা করলাম
পরে ওনি বলো যাও একটি খাতা নিয়ে অাসো
অামি দৌয় দিয়ে নিয়ে অাসলাম
ওনি বলো মোট ৭ দিন এই অামাল করে প্রতি পাচ ওয়াক্ত নামাজ পরতে হবে কোন মসলা জাতীয় খাবার খেতে পারবে না এই সাত দিন খুব কম কথা বলবা এবং মিথ্যা পরিহার করতে হবে এবং প্রতি নামাজে উক্ত সূরা জিন*** বার পাঠ করবে প্রথমে ১০১ বার দূরূদ শরীফ ও শেষে ১০১ দূরূদ শরীফ পাঠ করবে সাথে এই ইসমে অজিফা পাঠ করবে এবং এই ৭ টি অায়াত জিকির করবে তারপর প্রতি রাতে তাহাজ্জুদ নামাজে পর ঠিক ১ টার পর সুগন্ধি ৭ টা ফুল সাত রং এবং অাগরবাতি জ্বালাবে এবং বকুল ফুলের অাতর শরীলে মাখবে অবশ্য শরীল বন্ধ করে নিবা পরে ***৬ বার এই সূরা জিন পাঠ করবে এবং এই নাম ধরে ডাক দিবে এরূপ সাত দিন করবে ৫/৬/৭ মাঝে তুমি এর অাসর দেখতে পারবে তবে ভয় পেলে চলবে না সাহস রাখতে হবে ভয় পেলে এই দোয়া বুকে ফু দিয়ে ঘুমিয়ে পরবা
অামি সব শুনলাম পরে মামা এতে ওনাদের কাজ শেষে চলে গেলেন ওনি নেএকোনা থাকেন যাই হোক অামি তারপর নিয়ম অনুযায়ী করতে লাগলাম পরে ৩ দিন পার হল কিছুই হলো না ৪ দিন সময় অামি রাতে ওযু করে নামাজ শেষ করে সূরা পড়তে শুরু করলাম হঠাৎ দেখলাম পিছন থেকে কেমন জানি গরম গরম লাগছে অনেক শরীল পশম গুলে খাড়া হয়েগেছে (পিছনে তাকানো নিষিদ্ধ ছিল তাই অামি তাকালাম না)
বুক টা ডরপর ফরফর করতে লাগলো পরে অামি অামাল মনযোগ দিলাম শেষে ৭ বার পড়া বাকি হঠাৎ মনে হল ঘর টা থর থর কাপছে অার অাশে পাশে চিৎকার শোনাছে কে জানি কান্না করছে অাবর শুনি বাঘের গর্জন অাবার কে জানি নাম ধরে ডাকছে
পরে শেষ ১ বার বাকি তখন হঠাৎ করে কারেন্ট চলে গেছে অারো ভয় পেয়ে গেলাম একটু পর দেখি কালো ধোয়া মত কি জানি দৌড়ে দৌরি করছে অাশে পাশে এবং বাঘের গর্জন খুব জোরে অামি ভয়পেতে লাগলাম পরে নিচে তাকিয়ে দেখি খুব মোটা কালো সাপ চোখে অাগুনের জ্বাল জ্বাল করে অামার দিগে ফেনা করে অাসছে এতো ভয়নাজ ভাবে অাসছে তা বলার ভাষা নাই অামি চিৎকার দিয়ে,দৌ য় দিলাম মা রুমে উদ্দেশ্য তারপর মা রুমে এসে কান্না করে সব বলাম পড়ে মা অামি বাবা এসে অামর রুমে অাসলমা এতে দেখলাম জায় নামাজ অাগুন ধরে অাছে পরে বাবা পানি দিয়ে নিভালো
পরে এটা অামি কোন দিন পরি নাই এখন চোখে ভাসে সেই সাপ এবং ভাবতে শরীলে কাপনি উঠে
সেদিন বুঝিছি অাল্লাহ পাকের সূরা ও অায়াতে ক্ষমতা অপরিসীম যা ধরনার বাহিরে সূরা জিনের কি রহস্য লুকিয়ে অাছে তা বলার মত ভাষা নেই অামি এটুকুই দেখে কলিজার ঠান্ডা
ধন্যবাদ সবাইকে বিশ্বাস করা না করা অাপনার উপর তবে যার সাথে ঘটে সে বুঝে কত ধানের কত চাল (নিচের ছবি একটি জিনজাতীয় নকশা অাকর্ষন জন্য দেওয়া হয়েছে কেউ খারাপ মাইন্ডে নিয়ে মূখ্যতা প্রমান করবেনা)
বানান ভুল বা লেখা শব্দ ভুল জন্য দুঃখীত ছোট ভাই হিসাবে মাফ করবেন অামি বেশি ঘুছিয়ে লিখতে পারি না তাই নিজ মত লিখছি অাশা করি ভালো লাগবে
Comentarios