Mufassil Islam একটি সুন্দর কথা বলেছেন বিশ্বাস হলো নির্দোষ
কিন্তু সত্য কিনা তা বলা যাবে না।
বিশ্বাস করা অপরাধের কিছু নয়,
কিন্তু বিশ্বাস করারর ফলে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে।
প্রমাণ ভিত্তিতে কাজ করলে ক্ষতিগ্রস্ত অথবা প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই।
আপনি ব্যাংকে টাকা ঋণ নিতে যান বিশ্বাস এর কোন স্থান নাই।
পৃথিবীর কোথাও বিশ্বাসের স্থান নেই। এমন কি ইসলামী রাষ্ট্র গুলা আপনাকে লেনদেন অথবা বিশ্বাসের উপরে কোন প্রকার সুযোগ সুবিধা দেবে না যতক্ষণ পর্যন্ত আপনার প্রমাণাদি সকল তথ্য সিকিউরিটি সহ নাগরিক সনদ ইত্যাদি জমা না দিবেন। কথাও কোন জায়গায় আপনাকে বিশ্বাস করবে না।
শুধু পরকালের ধর্মীয় ব্যাপার, কল্পকাহিনী, গুজব অর্থাৎ ঈমানের প্রথম শর্ত হলো বিশ্বাস করা, আপনার নিজে কখনো প্রশ্ন করার অধিকার নেই, কারণ বিশ্বাস করার পরে কোন প্রশ্ন থাকতে পারে না, তাহলে আপনার ঈমান থাকবে না।
ধর্ম গুলি বিশ্বাস স্থান করে নিয়ে মানুষকে প্রতারিত করার চেষ্টা করতেছে।
প্রতারণা যদি নাই হবে তাহলে পরকালের ব্যাপারে পৃথিবীর সকল ধর্ম একই ধরনের অথবা একই কথা বলে না কেন ? বরং প্রত্যেক ধর্ম বিপরীত অথবা ভিন্নমত গুলো কে মিথ্যা বলে আখ্যা দেয়।
Comments