যজ্ঞ কী?

মঙ্গলময় ও অহিংস সকল পূণ্য কর্মকে যজ্ঞ বলে। বিবিধ যজ্ঞ রয়েছে। দ্রব্য যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, জপ যজ্ঞ, সৎকার যজ্ঞ ইত্যাদি। এর মধ্যে জ্ঞান যজ্ঞ(ব্রহ্ম/বেদ যজ্ঞ) শ্রেষ্ঠ। পবিত্র বেদে পঞ্চ মহা যজ্ঞের কথা বলা হয়েছে;
১. ব্রহ্ম যজ্ঞ (ঈশ্বর উপাসনা, ধ্যান, প্রানায়াম, বেদ পাঠ ও প্রচার, জ্ঞান চর্চা ও জ্ঞানের বৃদ্ধি করা).
২. দেব যজ্ঞ (অগ্নিহোত্র আদি দ্রব্য যজ্ঞ, পিতা, মাতা, শিক্ষক/গুরু, অতিথি, স্বামী/স্ত্রী এই পঞ্চ দেবতার পূজা তথা মান্যতা, শ্রদ্ধা, সেবা-যত্ন).
৩. পিতৃ-মাতৃ যজ্ঞ (পিতা-মাতার পূজা করা, মানে তাদেরকে আমৃত্যু সেবা-যত্ন, মান্যতা, শ্রদ্ধা, ভালবাসা).
৪. অতিথি যজ্ঞ (অতিথিদের সেবা, পরিচর্যা, শ্রদ্ধা, তাদের সাথে ধর্মীয় ও মাঙ্গলিক আলোচনা).
৫. বলিবৈশ্যদেব যজ্ঞ (প্রকৃতির জড় ও জীব উপাদানের তথা পরিবেশের, উদ্ভিদ, পশু, পাখি, মানুষ আদি সকলের সেবা করা).
এই হলো পঞ্চ মহাযজ্ঞ, যা আমরা অনেকেই হয়তো প্রতিনিয়ত করে থাকি। আবার অনেকের হয়তো এই পঞ্চ মহাযজ্ঞ করার সৌভাগ্য হয়ে ওঠে না। বেদে ঈশ্বর সকল মনুষ্যকে উপদেশ করেছেন এই পঞ্চ মহাযজ্ঞ আমাদের প্রাত্যহিক জীবনে করার জন্য। এই পঞ্চ মহাযজ্ঞের প্রভাবে আমাদের জীবন তথা সমগ্র জগতের শান্তি, উন্নতি ও কল্যান বয়ে আসুক, এই প্রত্যাশা হোক সকল মানুষের।
Comments