মঙ্গলের পথে 'হোপ'
পশ্চাদপদ মধ্যপ্রাচ্যের বিজ্ঞান চেতনার নারী: সারাহ আল আমিরি
সংযুক্ত আরব আমিরাতের মেয়ে সারাহ আল আমিরির বয়স তখন মাত্র ১২ বছর। সে বয়সেই আমাদের পৃথিবী গ্রহ যে 'আকাশ গঙ্গা' ছায়াপথে (Milkyway galaxy), তার বাইরে ২৫ লাখ আলোকবর্ষ দূরের আরেক ছায়াপথ 'অ্যান্ড্রোমিডা' (Andromeda) দেখে বিস্ময়ে অভিভূত হয়েছিলেন। মনে অনেক কৌতুহল জন্মে তাঁর। তারপর থেকে মহাকাশ নিয়ে আরো জানার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকেন সারাহ আমিরি।
আজ তাঁর বয়স মাত্র ৩৩। তারুণ্যে উদ্ভাসিত। মধ্যপ্রাচ্যের একটি ধর্মান্ধ পশ্চাদপদ দেশে থেকেও নারী হয়ে এক অসম্ভবকে সম্ভব করে তুললেন আমিরি। কারণ, এসব দেশে নারীকে মানুষ মনে করা হয় না। বরং তারা সেসব দেশে অস্পৃশ্য, ভোগের বস্তু হিসেবেই বিবেচিত। সে অঞ্চলে থেকেও সব ধর্মীয় বাধা-বিপত্তি, সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করেই সরাহ আমিরি আজ মঙ্গলে কৃত্রিম উপগ্রহ 'হোপ' পাঠানোর মিশন প্রধান (Program Manager) হয়েছেন। তার নির্দেশনাতেই ২০ জুলাই জাপান থেকে আগে মঙ্গলগ্রহে যাত্রা শুরু করেছে 'হোপ' (Hope)। এই হোপ মঙ্গলের আবহাওয়া, জলবায়ু নিয়ে গবেষণা চালাবে।
সারাহ আমিরি নারীদের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। সেই সঙ্গে মঙ্গলে মানুষের ভবিষ্যত বসতি গড়ার পথে আরো একটি আশা (Hope) মানুষের মনে গেঁথে দিলেন।
মানব কল্যাণে নিবেদিত নারী সারাহ আমিরি সম্পর্কে পড়ুন ও ভিডিও দেখুন-
Comments