মক্কা থেকে বাহারাইন এবং সিরিয়ার বুশরার দুরত্ব সমান?
সম্প্রতি সময় টিভি একটা সংবাদে দাবি করেছে স্যাটেলাইটের মাধ্যমে দেখা গিয়েছে মক্কা থেকে বাহারাইন এবং সিরিয়ার বুশরার দুরত্ব সমান। এটা নাকি আধুনিক বিজ্ঞান মেনে নিয়েছে। তারা রেফারেন্স হিসেবে সড়ক পথের গুগল ম্যাপের একটি স্যাটেলাইট ইমেজ ছাড়া আর কিছুই দেখায়নি।
নিউজ ভিডিওঃ
সংবাদটি সত্যতা যাচাই করার জন্য যদি গুগল ম্যাপে সড়ক পথে মক্কা থেকে আল-হাজার, বাহারাইন এর দুরত্ব পরিমাপ করি তাহলে আসবে ১৩২৭.২ কিলোমিটার। [1] আর মক্কা থেকে সড়ক পথে বুশরার দুরত্ব ১৬০৩.১ কিলোমিটার। [2] ২৭৫.৯ কিলোমিটারের পার্থক্য। আবার যদি সরল রেখার মাধ্যমেও দুরত্ব পরিমাপ করি তাহলে মক্কা থেকে বাহারাইন এর দুরত্ব 1206.56 কিলোমিটার [3] এবং মক্কা থেকে বুশরার দুরত্ব 1276.90 কিলোমিটার। [4] ৭০.৩৪ কিলোমিটারের পার্থক্য।
তাছাড়া সময় টিভির ব্যবহার করা স্যাটেলাইট ইমেজ (প্রথম ছবি) খালি চোখে দেখলেও বোঝা যায় মক্কা থেকে বুশরার দুরত্ব, বাহারাইন থেকে অধিক। এর মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে সময় টিভির উক্ত খবর সম্পূর্ণ ভূয়া এবং ৭০.৩৪ কিলোমিটারের পার্থক্যকে আধুনিক বিজ্ঞান কখনো সমান দুরত্ব বলে সম্মতি প্রদান করবে না।
রেফারেন্স:
1. https://cutt.ly/OjNL7S2
2. https://cutt.ly/AjNZaNq
3. https://cutt.ly/hjNZcXT
4. https://cutt.ly/7jNZE6O
Comments