top of page
Writer's pictureJust Another Bangladeshi

বাংলাদেশে সংখ্যালঘু - মুসলিম সম্প্রীতি তে কি প্রভাব সৃষ্টি হয়েছে ?

বাংলাদেশের কোন রাজনৈতিক দল দাবি করতে পারবে না বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি তাদের অবদান আছে l এদেশকে হ্যারাজমেন্ট করার প্রয়াসে নানা সন্ত্রাস ও দুর্নীতির ঘটনার মধ্যে বাংলাদেশের অতীতের সাম্প্রদায়িক সন্ত্রাসের বর্ণনা ও ভিডিও চিত্র বিশ্বের কিছু দেশে প্রচারিত হতো l দেশের অধিকাংশ মানুষ ছিল অসাম্প্রদায়িক ও বিদেশে প্রচারের ফলে সম্প্রীতি বিনষ্টকারীরা ভয় পায় l অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশে স্থায়ী প্রতিষ্ঠার উছিলাতে ২০০৮ সালে আওয়ামীলীগ পাকা পোক্ত ভাবে ক্ষমতায় আরোহনের করে l


হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব পূর্ণ সম্পর্কের প্রভাব


এক বিজ্ঞান তথ্য নির্ভর বইতে পড়েছি সূর্যের নিকটতম গ্রহ বুধ এ কোন মানুষের অস্তিস্ত্ব যদি থাকে তবে ওই গ্রহে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা হবে ৯৭০০০ ডিগ্রি সে: অর্থাৎ পৃথিবীর মানুষের স্বাভাবিক স্বাভাবিক তাপমাত্রার ১০০০ গুন l ধরা যাক বুধ ও পৃথিবীর মানুষের বন্ধুত্ব হয় যদি বিশেষ ব্যবস্থায় সাক্ষাৎ ব্যবস্থা হয় তবে দুই গজ দূরে বসতে হবে l ফুটানো পানির চেয়ে বেশি স্বাভাবিক তাপমাত্রার বুধ গ্রহের বন্ধুদের l তাহলে বুঝুন এই ধরণের বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাইবেন কিনা ?


১৯৭৫ সালে জাতির জনক কে হত্যা করার পর সাম্প্রদায়দিক শক্তি ক্ষমতা আসার পর নানা সংবিধান সংশোধন এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়কে চাকরি , ব্যবসা , আবাস ও নানা জীবনযাত্রার উন্নতিতে সহায়তা করে l সূর্য তেজের তারতম্যের কারণে প্রকৃতিগতভাবে সাক্ষাৎ করা সম্ভব নয় তেমনি রাষ্ট্রের তেজের কারণে মুসলিম দের সাথে বন্ধুত্বের মধ্যে অসঙ্গতি দেখা যায় l আমার অভিজ্ঞতায় দেখি আমার সাথে যত মুসলিম বন্ধু সাময়িক নিয়মিত মেলামেশা করেছে হয়তো পৈতৃক মানের দিক থেকে নিম্ন বা শিক্ষার মান নিম্ন l আমার চেয়ে মুসলিম বন্ধু দের শিক্ষার মান ক্ষেত্র হলো চাকরি ও প্রশিক্ষণ l ওখানে শিক্ষার মানের পার্থক্য থাকে l ক্লাসমেট যারা ছিল তাদের জন্ম সাল ১৯৭৬ থেকে ১৯৭৮ সালের মধ্যে l আমার বাবার সম মানের পেশার কোন আন্তরিক মুসলিম বন্ধুর বাবা নয় l সাম্প্রদায়িক সরকারগুলোর মুসলিম অগ্রাধিকারের কারণে জীবনযাত্রার মান একসময় সমান হয় l


অন্যদের কথা জনিনা কোন মুসলিম যখন আন্তরিক হতো ২০০৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতা পোক্ত হবার পর জীবনযাত্রার আবশ্যিক বিষয় নিয়ে সামান্যতম আলোচনা , সহানুভূতি হয়নি l শুধু সামান্য অপশনাল প্রসঙ্গ উঠলে ব্যাপক আলোচনা হতো l


রাষ্ট্রীয় সুবিধা লাভের কারণে এদেশের মুসলমানদের সজীব নির্মল মনের অধিকারী l ওদের সাথে আলাপে চুম্বকীয়তা , মোহনীয়তা আছে l জীবনযাত্রার অত্যাবশকীয় বিষয় কোন মুসলিমের সাথে আলোচনা সফল হয় না l কিন্তু অপশনাল বিষয়গুলো আলোচনা তে মুসলমানরা অগ্রগামী হয় l যদি কোন সনাতনী মুসলমানদের সাথে অপশনাল বিষয় নিয়ে আলোচনা করে তবে তিনি বিজয়ী l এক্ষেত্রে আর্থিক ও মানবিক স্বয়ং সম্পূর্ণতার ব্যাপার রয়েছে l

0 comments

Recent Posts

See All

Comments


Enjoy
Free
E-Books
on
Just Another Bangladeshi
By
Famous Writers, Scientists, and Philosophers 
click here.gif
lgbt-bangladesh.png
click here.gif

Click Here to Get  E-Books

bottom of page