top of page
Writer's pictureJust Another Bangladeshi

ফাহিম সালেহ


ক্রিয়েটিভ বলতে যা বোঝায়, তার নাম ফাহিম সালেহ। যেখানেই হাত দিছেন, সোনা ফলাইছেন।

ফাহিম হাই স্কুলে পড়ার সময় ‘উইজ টিন’ নামে একটি ওয়েবসাইট তৈরি করে বেশ অর্থ আয় করে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন।

আন্তর্জাতিক মিডিয়ায় ফাহিম সালেহ একজন মিলিয়নিয়ার প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। মাত্র ৩৩ বছর বয়সে ম্যানহাটনে ২.২ মিলিয়ন ডলার মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট কিনেন তিনি।

২০১৫ সালে আরও দুই জনের সঙ্গে মিলে বাংলাদেশে ‘পাঠাও’ চালু করেন। ২০১৭ সালে তিনি অংশিদারিত্ব বিক্রি করে দেন। এরপর ২০১৮ সালে নাইজেরিয়াতে একই ব্যবসা ‘গোকাডা’ চালু করেন ফাহিম। এই ব্যবসাও ব্যপক সাড়া জাগায়। সর্বশেষ ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে একটি নতুন কোম্পানি চালু করেন। ফাহিম বিল গেটস হতে পারতেন, জুকারবার্গ হতে পারতেন, অথচ খন্ড খন্ড লাশ হয়ে গেলেন। এইটা এক প্রফেশনাল মার্ডারারের কাজ বলে নিউইয়র্ক পুলিশ জানাইতেছেন। মেধার সাথে পেরে উঠতে না পেরে প্রতিপক্ষ তাকে দুনিয়া থেকে সরায়ে দিলো অনুমান করি। এই ঘটনা দুনিয়ার অন্য সকল মেধাবীদের প্রতি থ্রেট ঘোষনা করে। নিউইয়র্কের মত জায়গায় উচ্চবিত্ত এপার্টমেন্ট হাউজে মার্ডার করে ফেলা কোন সহজ ব্যপার না। ফাহিম সালেহর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।


0 comments

Recent Posts

See All

Comments


Enjoy
Free
E-Books
on
Just Another Bangladeshi
By
Famous Writers, Scientists, and Philosophers 
click here.gif
click here.gif

Click Here to Get  E-Books

lgbt-bangladesh.png
bottom of page