প্রিয় ছোট ভাইরা
আমি খুব সিগারেট খেতাম। ছোট ভাইদের সাথে দেখা হলে সিগারেট খাওয়াতাম। যারা সিগারেট খেত না তাদেরকে মনে মনে আনস্মার্ট বা আতেল শ্রেনীর অথবা বেশি শান্ত টাইপের ছেলে ভাবতাম ।
বুয়েটের রাফ এন্ড টাফ বড় ভাই ও ছোট ভাইদের সাথে চায়ের দোকানে বা ক্যাফেতে একসাথে সিগারেট খেয়ে খুব সুন্দর সব মোমেন্ট পার করেছি।
অথচ এখন খুব খারাপ একটা ব্যাপার লক্ষ্য করছি। ঠিক চল্লিশ পার হওয়ার পর পর সেই সব বড় ভাই, বন্ধু এবং ছোট ভাইদের একে একে হার্ট ফেইল করছে।
অর্ধেকের বেশি কেসে মারা যাচ্ছে। আমি সহ অন্যরা স্টেন্টিং করে কোন মতে ধুঁকে ধুঁকে বেচে আছি।
সমস্যা হচ্ছে ইয়াং বয়সে সিগারেট খেয়ে পরে সিগারেট ছেড়ে দিলেও অনেক সময় কাজ হয় না। আমার হার্ট এটাক হয়েছে ছেড়ে দেওয়ার এক বছর পরে।
ভাইরা, বি এ টি র মত কর্পোরেটদের কারনে সিগারেটের খারাপ ব্যাপার গুলো নিয়ে প্রচারনা তেমন হয় না। আমাদের কেউ ঠিক সময়ে সতর্ক হতে পারে না।
তোমাদের যাদের বাবা বা মা বেচে আছে বা যাদের বৌ এবং বাচ্চা আছে, তারা কেউ প্লিজ সিগারেট খেও না। তুমি হয়তো মরেই যাবা কিন্তু তোমার এই প্রিয় মানুষ গুলোর কী হবে? আমার বন্ধু আরাফাত, বড় ভাই লিটুল ভাইয়ের পরিবারের দিকে তাকানো যায় না। আমার প্রফাইল পিকের দিকে তাকাও। আমার প্রিয় বন্ধুটা এখন তার পাচ ও আট বছর বয়সী দুইটা শিশু সন্তান বাসায় রেখে কানাডার কোন এক শীতল কবরস্থানে একা শুয়ে আছে।
প্রিয় বোনেরা তোমরা স্মোকার দের সাথে রিলেশন করার আগে সতর্ক হও। ছেলেদের 'এই ছেড়ে দেব' এ ধরনের প্রমিজের তেমন কোন মূল্য নাই। সিগারেট ছাড়ানো খুব কঠিন কাজ।
ভেব দেখ, সিদ্ধান্ত তোমার।
Comments