top of page
Writer's pictureJust Another Bangladeshi

প্রেমের প্রতিক সম্রাট শাহজাহানের চরিত্র



সম্রাট শাহজাহান তার ঠাকুরদা আকবর এবং বাপ জাহাঙ্গীরের বিকৃত যৌনলালসার ধারা শুধু অক্ষুন্নই রাখেনি বরং নতুন নতুন রুপ দিয়েছিল।


শাহজাহানের হারেমে ৮০০০ হিন্দু মেয়ে যৌনদাসী হিসেবে বন্দী ছিল।

এদের মধ্যে যাদের বয়স একটু বেশি (৩০ বছর ) হয়ে গেছিল শাহজাহান তাদের হারেম থেকে বের করে তাড়িয়ে দেয় এবং শূন্যস্থান পূরণ করতে কম বয়সী নতুন হিন্দু মেয়েদের ধরে এনে নিযুক্ত করে ।

এভাবে ক্রমাগত তাড়ানো আর নিয়োগ চলতে থাকে। হারেমে মেয়েদের যৌনদাসী হিসেবে কিছুদিন রাখার পর তাড়িয়ে দেওয়া এবং নতুন মেয়েদের তুলে এনে ভর্তি করার প্রথা শাহজাহান চালু করে ।



কিন্তু বিতাড়িত ঐসব মহিলারা যেহেতু সমাজ এদের আর গ্রহণ করবে না তাই এই মহিলারা দিল্লির রাস্তার ধারে ( বর্তমান জিবি রোড) ঝুপড়ি বানিয়ে থাকে এবং জীবিকা হিসেবে বাধ্য হয়ে বেশ্যাবৃত্তিকে বেছে নেয়। দিল্লির জিবি রোডের ধারে যে বেশ্যালয় এখনও রয়েছে তা শাহজাহানের অবদান।

(সূত্র : Francois Bernier এর লেখা উদ্ধৃত করে : Vincent Smith, page-359).


হিন্দু মহিলাদের জোর করে ধরে এনে মীনা মার্কেটে বিক্রি করার প্রচলন শাহজাহানের সময় থেকে ব্যাপকভাবে চালু হয়।

এমনকি শাহজাহানের নির্দেশে কখনো কখনো রাজমহলের মধ্যেই মীনা মার্কেট বসতো।

মীনা মার্কেট হচ্ছে -- এখানে যৌনদাসী বানানোর জন্য কম বয়সী মেয়েদের ধরে এনে বিক্রি করা হতো, ঠিক যেমন হাটে বাজারে গরু ছাগল বিক্রি হয় ।



যৌনদাসী হিসেবে ব্যবহার করার জন্য মেয়েদের খরিদ করার সময় সম্পূর্ণ উলঙ্গ করে তার শরীরের গঠন দেখে দামদর ঠিক হতো।

এব্যাপারে সুপ্রসিদ্ধ French traveller and historian Francois Bernier যিনি শাহজাহান এবং আওরঙ্গজেব ও দারাশিকোর কাছে অনেকদিন অবস্থান করেছিলেন তাঁর লেখা পুস্তক

"Historire de la derniere revolution des etats de Grand Mogol"

published in Paris in 1670-1671 AD এর ইংরেজি অনুবাদ

"Travel s in the Mughal Emperor" এর উল্লেখ করে ঐতিহাসিক Vincent Smith, Oxford 1934 এ লিখেছেন --

"শাহজাহানে হিন্দু মহিলাদের মীনা বাজারে বিক্রি করার প্রচলন এবং ব্যবস্থা করে।

এমনকি মুঘল রাজভবন এলাকার মধ্যেই এই বাজার বসানো হতো, যেখানে ধরে আনা হতো অসংখ্য কম বয়সী হিন্দু মেয়েদের এবং খরিদ্দারের সামনে উলঙ্গ প্রদর্শন করানোর পর দামদর ঠিক করে বিক্রি হতো। খরিদ্দারদের মধ্যে ছিল মুঘল রাজকর্মচারী,আধিকারিক,সেনাপতি,মুঘল শেঠ, মুঘল ধনপতি এমনকি বিদেশ /আরব থেকেও বড়ো বড়ো শেখরা আসতো আর শতশত মেয়েদের কিনে নিয়ে যেতো এবং সেখানে নিয়ে আবার বিক্রি করতো! ফ্রান্সিস বার্নিয়ে আরও উল্লেখ করেছেন যে, কম বয়সী হিন্দু যুবকদের নপুংসক করে হারেমে রাখা হতো।

এসব শাহজাহানের অনন্ত বিকৃত কাম বাসনা চরিতার্থ করার জন্যই করা হতো।



1 comment

Recent Posts

See All

1 Comment


emeli
May 05, 2021


Like
Enjoy
Free
E-Books
on
Just Another Bangladeshi
By
Famous Writers, Scientists, and Philosophers 
click here.gif
click here.gif

Click Here to Get  E-Books

lgbt-bangladesh.png
bottom of page