ন্যায়-অন্যায়ের মানদন্ড মানুষের হাতে
- Just Another Bangladeshi
- Oct 21, 2013
- 1 min read
মানুষ জবাই করে খেলে অপরাধ,গরু অন্যান্য গবাদিপশু জবাই করে খেলে অপরাধ নেই।
কারণ ন্যায়-অন্যায়ের মানদন্ড মানুষ নির্ধারণ করে।
হরিণ হত্যা করলে 10 বছর জেল, ছাগল হত্যা করলে কোন অপরাধ নাই। জানিনা হরিণের সাথে মানুষের কি এমন বন্ধুত্ব।
যদি এই নিয়ে বন্যপশু হিসেবে বিতর্ক থাকে হরিণ রক্ষা বাহিনীর।
কিন্তু গরু ছাগলের মত লালন পালন করার জন্য হরিণদের সহজ উপায় নেই, সেটার জন্য আইন করে রেখেছে। কোন ব্যক্তি হরিণকে গবাদি পশু হিসেবে লালন পালন করলে সরকার কর্তৃপক্ষ থেকে বিশেষ সনদ লাগবে।

হরিন যদি গবাদি পশুর হিসাবে লালন পালন করার সুযোগ হতো তাহলে বন্যপশু হিসেবে গন্য হতো না। গবাদি পশু হিসাবে গন্য হতো
অনেকে বলেন বন্যপশু রক্ষার জন্য এই আইনটি
গোবাদি পশু হিসাবে গরু ছাগল পাওয়া যায় এবং জবাই করে খাওয়া যায় বিক্রি করা যায় হরিণের এর ক্ষেত্রে ভিন্ন আইন কেন
চিন্তা করে দেখলাম পশুদের জীবনের এক হৃদয়বিদারক বহিরপ্রকাশ যেকোনো মুহূর্তে হত্যা করা হয় মানুষের প্রয়োজন।
আলোচনা যুক্তিপ্রিয় মোহাম্মদ বিল্লাল হোসেন
Comments