ডাক্তার/স্বাস্থ্যকর্মী উইহান প্রদেশে যাচ্ছেন করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করতে

প্রথম ছবিটি ভাইরাল হয়েছিলো। চীনের একজন ডাক্তার/স্বাস্থ্যকর্মী উইহান প্রদেশে যাচ্ছেন করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করতে। প্রিয়জনের থেকে বিদায় নিচ্ছেন যেন শেষ যাত্রা, জীবনের ঝুকি নিয়ে পেশাদ্বারিত্বের অঙ্গীকার পূর্ণ করতে যাচ্ছেন।
আজ চীনের ইউহানে আটকে পড়া বাংলাদেশীদের ৩৬১ জনকে যথাযথ স্ক্রিনিং এর মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ বিমান রওনা দিয়েছে। ডানের ছবির ৩ জন ডাক্তার (২ জন আর্মি মেজর ডা. মিনহাজ, ডা. ফাতেহা, একজন ৩৩ বিসিএস কর্মকর্তা ডা. মাহবুব) সেই বিশেষ বিমানে চিকিৎসা কর্মকর্তা হিসেবে যাচ্ছেন একই রকম জীবনের ঝুকি নিয়ে। সাথে আছেন বিমানের পাইলটসহ অন্যান্য কেবিন ক্রুগণ।

দুটো পরিস্থিতি ভিন্ন হলেও জীবনের ঝুকি আছে দুটি ক্ষেত্রেই। নিজেকে প্রশ্ন করুন, আপনাকে আজ ইউহানে যেতে বললে যাবেন? বাংলাদেশে চিকিৎসা সংক্রান্ত জরুরী পরিস্থিতিতে চিকিৎসকগণ সব সময়েই অগ্রহী ভূমিকা রেখেছেন, জীবন বাজি রেখে কাজ করেছেন, নিপাহ সংক্রমন, ডেঙ্গি, রানা প্লাজা দুর্ঘটনা প্রতিটি ঘটনাতেই চিকিৎসকেরা সর্বোচ্চ শ্রম দিয়েছেন এবং পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে মারাও গেছেন। এই শ্রমগুলো মূল্যায়িত হোক, চিকিৎসা পেশাজীবীদের প্রতি দেশের মানুষের আস্থা ও সম্মান বৃদ্ধি পাক৷
আমিও চাই চিকিৎসা পেশাজীবীদের সম্মান বৃদ্ধি পাক এবং তারা যেন নিষ্ঠা সহকারে কাজ করতে পারেন
লিখাটি পড়ে খুবই ভালো লাগলো
ক্লক টি খুবি ভাল লিখেছেন
অসাধারণ লিখেছেন
সকল ডাক্তার পেশাজীবীদের নমস্কার