top of page

কৃষ্ণ নামের মাহাত্ম্য কি ?





একবার দেবর্শী নারদ ভাবলেন সবাই কৃষ্ণ নাম নেয়, কিন্তু এই নামের মাহাত্ম্য কি জানতে হবে। তাই তিনি স্বয়ং ভগবানের কাছে তার এই প্রশ্নের উত্তর জানতে চাইলে, ভগবান তাকে বললেন যম রাজের কাছে যাবার জন্য ! সেখানেই তুমি তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে।

তাই নারদ গেলেন যমালয়ে ।

যমরাজ দেবর্শী নারদ কে তার দরবারে দেখে বিস্মিত হয়ে তার সেখানে যাবার কারন জানতে চাইলেন।

দেবর্শী বললেন হে রাজন

আমি আজ একটা প্রশ্নের উত্তর

জানতে এসেছি !

কৃপা করে বলুন এই

কৃষ্ণ নামের মাহাত্ম্য কি ?

যমরাজ দেবর্শীর এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলেন !

তখন দেবর্শী নারদ দূর থেকে ভেসে আসা ক্রন্দন ও করুণ আর্তনাদ শুনতে পেলেন ।

নারদ যমরাজের কাছে এর কারন জানতে চাইলে যমরাজ বলেন, এই হলো নরকে যে পাপী ব্যক্তিদের শাস্তি দেয়া হচ্ছে তাদের আর্তনাদ ।

এই শুনে দেবর্শী সেই স্থানে যাবার প্রার্থনা জানান ।

তখন যমরাজ দেবর্শীকে বললেন ঠিক আছে, কিন্তু আপনি সেখানে গিয়ে কোনো কথা বলতে পারবেন না !

দেবর্শী নারদ রাজি হলেন এবং যমরাজ নারদকে সেই স্থানে নিয়ে গেলেন ।


সেখানে গিয়ে এই সব পাপীদের ভয়ংকর কষ্ট দেখে নারদ হা কৃষ্ণ! হা কৃষ্ণ! বলে ধ্বনি দিতে লাগলেন। আর এই ধ্বনি যখন পাপীদের

কর্নে প্রবেশ করছে ধীরে ধীরে সবাই মুক্ত হয়ে স্বর্গ ধামে চলে যাচ্ছে ! এই হলো আমার কৃষ্ণ নামের মহিমা । কর্নে প্রবেশ করা মাত্রই সবাই সর্ব পাপ থেকে উদ্ধার হয়ে গেলো । আর এই নাম স্মরণের মহিমা তো অপার ।


আসুন আমরা সবাই মিলে এই পবিত্র নাম স্মরণ করি ।


হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরে রাম হরে রাম

রাম রাম হরে হরে।

16 Comments


Mana Ray
Mana Ray
Aug 26, 2020

খুবই ভালো পোস্ট।ধন্যবাদ নামের মহিমা আপনার পোষ্টের তুলে ধরার জন্য।

Like

Papon Sen
Papon Sen
Aug 26, 2020

অসংখ্য ধন্যবাদ এমন আরো ভালো ভালো পোস্ট করুন এই প্রত্যাশা রইল ।

Like

Oshim Mugdha
Oshim Mugdha
Aug 26, 2020

যে না শুনে কৃষ্ণ নাম তার থেকে অধম পাপি আর কেউ নেই

Like

Oshim Mugdha
Oshim Mugdha
Aug 26, 2020

যে না শুনে কৃষ্ণ নাম তার থেকে অধম পাপি আর কেউ নেই

Like

Onoy Roy
Onoy Roy
Aug 26, 2020

খুবই চমৎকার লিখেছেন

Like
Enjoy
Free
E-Books
on
Just Another Bangladeshi
By
Famous Writers, Scientists, and Philosophers 
click here.gif
lgbt-bangladesh.png
click here.gif

Click Here to Get  E-Books

bottom of page