top of page

কোরান এবং হাদিস যদি বিকৃতি এবং অসত্য নাই হইত।

Writer's picture: Just Another BangladeshiJust Another Bangladeshi

জাল হাদিস গুলি কোরান অনুসারীরা অথবা কোরআন কিতাব কে যারা মেনে নিয়েছে বিশ্বাস করেছে তারা কেন করেছে। ইসলাম ধর্ম অনুসারীরা কোরআন হাদিস কুরআনের তাফসীর কে বিকৃতি করে তারা কত দল সৃষ্টি করেছে, অথবা কোরআনের অর্থ কেউ জানে না। আপনি নিজেই বলতে পারবেন না মাঠে নেমে আমার ইসলাম সত্য আরোক ইসলাম পার্টি বলবে আপনারা সত্য নেই মিথ্যা অতএব সত্যকে আমরা জানি না, কোন হাদিস সত্য, কোন হাদিস মিথ্যা অথবা কোরআনের আয়াতের তাফসীর কোনটি সঠিক। সেটা কেউ জানেনা। যেটা জানি না সেটাতো বিশ্বাসের কোন প্রশ্নই নেই। এখন যদি আপনি চিল্লাইয়া বলেন কোরআন সত্য তাহলে কোরআনের কোরান বিশ্বাসী অনুসারীরা এত বিভক্ত হলে কেন? যারা কুরআন অনুসারী এবং বিশ্বাসী তারাইতো কোরআনকে বিভক্তি করে রেখেছে তাফসীর এর ব্যাপারে দ্বিমত আছে, তাহলে সত্য হলো কিভাবে। যে কোরআনের তাফসির এবং বিশ্বাস নিয়ে দ্বিমত থাকে। যেখানে কোরআন বিশ্বাসীরা নিজেরাই একমত হতে পারেনি। সেখানে পবিত্র ধর্মগ্রন্থ কিভাবে হলো এবং কিভাবে ধর্মগ্রন্থকে বিশ্বাস করা যাবে? আমরা মুক্তচিন্তক রা কোরআনকে স্বীকৃতি দেইয় না। কিন্তু যারা স্বীকৃতি দেয় তারাই তো একমত হতে পারে না, তাফসীরের এবং ব্যায়াকরণ এর সাথে। তাহলে যাহা একমত হতে পারে না সেটা তো সত্য হতেই পারে না। প্রমাণিত সত্য মিথ্যা, তাই মিথ্যার সাথে কখনো একমত হতে পারে না। আলোচনা যুক্তিপ্রিয় মোহাম্মদ ইমরান হোসেন


0 comments

Opmerkingen


Enjoy
Free
E-Books
on
Just Another Bangladeshi
By
Famous Writers, Scientists, and Philosophers 
click here.gif
click here.gif

Click Here to Get  E-Books

lgbt-bangladesh.png
bottom of page