কুর্ণিশ জানাই এই মাতৃসত্তা বহনকারী পিতাকে।
নীচের ছবিটিতে যে যুবকটিকে দেখতে পাচ্ছেন তার নাম টম্ ড্যালে ( Tom Daley ) ; গ্রেট ব্রিটেনের বাসিন্দা, সে এবারের টকিঅ অলিম্পিক ২০২১ এর স্বর্ণ পদক বিজেতা। এর আগেও কয়েকবার পদক জিতেছেন অলিম্পিকে ।
টম্ একজন সমকামী, অন্য একজন সমকামী পুরুষের দাম্পত্যসঙ্গী ও একজন ছেলের সমকামী পিতা। তিনি সমগ্র বিশ্বের সামনে দেখিয়ে দিয়েছেন সমকামীরা কোনো অংশেই হেয় বা দুর্বল নয়। লোকের হীন মানসিকতা ও কটু বাক্যবাণকে উপেক্ষা করে, তিনি তাঁর ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবল নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন। অলিম্পিকে স্বর্ণ পদক জেতার পর দুচোখভর্তি জল নিয়ে তিনি সমাজের কাছে অনুরোধ করেছেন সমকামীদের যেনো হীন বা অশ্রদ্ধার নজরে আর দেখা না হয়; সমকামীরা কোনো অংশেই কম নয়!
ছবিতে দেখা যাচ্ছে অলিম্পিকে খেলার অবসরে ময়দানে বসে কুশি-কাটা দিয়ে ছেলের জন্য ( কোনো কোনো তথ্য অনুযায়ী NGO র সাহায্যের জন্য ) ঊল দিয়ে শীতের পোষাক তৈরি করছেন নিজ হাতে। তিনি প্রমাণ করে দিয়েছেন মাতৃসত্তা কোনো লিঙ্গভিত্তিক আবেগ নয় ; একজন পুরুষও নিজ অন্তরে মাতৃসত্তাকে ধারণ করতে পারেন হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে। এরসঙ্গে কোনো কাজই যে লিঙ্গভিত্তিক নয় সেটাও সমাজকে স্পষ্টকরে বুঝিয়ে দিয়েছেন।
অন্তরের গভীর থেকে কুর্ণিশ জানাই এই মাতৃসত্তা বহনকারী পিতাকে। ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো
আওয়ামী লীগে সরকার যতদিন,
তোদের জীবনও ততোদিন।
Shomo kami der theke Ju
TaO
Allaha toder moto manusher jonno amader hedayat dise, ebong toder jonnny utom shastir bebostha kore rakha hoise
dhur shalla phel chuwaura , shuworer chawal. Tor haya shorom oy nani? Shala tor phel khati khuttare khawai dimu ita jodi khorte