top of page

একজন সনাতনী হিসেবে আমরা অনেকেই জানিনা

আমরা আর্য নাকি হিন্দু! • হিন্দু শব্দের প্রকৃত অর্থ কি? • আমাদের ধর্মের নাম সনাতন অথচ বিশ্বে এর নাম হিন্দুধর্ম রুপে কেন প্রচলিত? • সনাতন শাস্ত্রে আর্য শব্দটি রয়েছে নাকি হিন্দু! • হিন্দু শব্দের উৎপত্তি কিভাবে হলো? • এই ভারতবর্ষকে মহাভারতকালীন সময়ে আর্যাবর্ত বলা হতো কিন্তু আমাদের পরিচয় আর্য না হয়ে হিন্দু কেন? • হিন্দু শব্দটি কি কদর্থে ব্যবহৃত! • ভারতে বসবাসকারী সব ধর্মের মানুষই কি হিন্দু!! • সিন্ধুনদের তীরে বসবাস বলেই কি উচ্চারণ ব্যঘাতে আমাদের পরিচয় হিন্দু? ইত্যাদি

এই বিশদ প্রশ্ন সমাহারের উত্তর খুঁজতে অনেক সময় আমরা সনাতনীরা থাকি দ্বিধাগ্রস্থ! আর আমাদের অজ্ঞানতার ফায়দা নিয়ে আমাদের নানা উদ্ভট যুক্তির মাধ্যমে জাকির নায়েকের অনুসারী মোল্লারা বিভ্রান্ত করে যায় ৷ ধর্মান্তর ঘটানোর প্রচেষ্টায় রত থাকে ৷

আসুন নিম্নোক্ত ভিডিওটি দেখার মাধ্যমে আমরা আমাদের এই শঙ্কাগুলোর সমাধান জেনে নিই এবং জাকির নায়েকের অনুসারী কাঠমোল্লাদের ছুড়ে দেওয়া সকল অবান্তর প্রশ্নের কড়া জবাব দিই ৷৷

0 comments

Recent Posts

See All

Comments