top of page
Writer's pictureJust Another Bangladeshi

আসুন যুক্তির জবাব দেই যুক্তি দিয়ে

সক্রেটিস কি ভুল বলেছিলেন?

তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে হত্যা করলেন। আজ গ্রীসের বিচার বিভাগ বলছে ওই রায় ভুল ছিল।

হাইপেশিয়ার কথা মনে আছে?

আপনারা কি নৃশংসভাবেই না তাকে হত্যা করেছেন। মৌলবাদীদের ঐতিহাসিক ভুল ছিল। সেই হত্যার জন্য আরো হাজার হাজার বছর আপনারা নিন্দিত হবেন।

কোপার্নিকাস কি ভুল বলেছিলেন?

তার মৃত্যু হওয়ার তাকে হত্যা করতে পারেনি নি। তার বক্তব্যই আজ প্রতিষ্ঠিত।

ব্রুনো কি ভুল বলেছিলেন?

তাকে তো হত্যা করলেন। আজ তো লজ্জা পাচ্ছেন, তাকে সত্য বলায় হত্যা করে। আপনারা এতোটাই মূর্খ ও নির্বোধ ছিলেন যে তার বলা সত্যটা বুঝতে পারেননি।

গ্যালিলিও কি ভুল ছিলেন?

আজ চার্চ ক্ষমা চাচ্ছে গ্রালিলিওর কাছে। তারা ভুল করেছিল তার আবিষ্কারকে অস্বীকার করতে বাধ্য করে। আপনারা তখনও ভুল ছিলেন।

হুমায়ুন আজাদ কোন কথাটি ভুল বলেছিলেন

ভাষাবিদ ও সাহিত্যিক হুমায়ুন আজাদকে কোন ভুল বলার জন্য হত্যা করলেন তা বললেন না। আমরাও বিজ্ঞানের আলোতে দেখি ভুলগুলো। শত বছর পরে কে ক্ষমা চাইবে তাকে আক্রমণ করার জন্য?

অভিজিৎ রায় কি ভুল বলেছিলেন?

তার ভুলগুলো কেউ দেখাতে পারলে আমরাও শিখতে পারতাম। অথচ তাকে হত্যা করে ফেললেন! তাকে হত্যার জন্য কয়েক শত বছর পরে কার দায়িত্ব থাকবে ক্ষমা চাওয়ার?

যুক্তির জবাব হোক যুক্তি দিয়ে। কোন তত্ত্ব বাতিল করতে হবে প্রমাণ করে। কথায় কথায় কতল করতে চাওয়া মানে হল, পরাজয় স্বীকার করে নেয়া। যাদের কোন যুক্তি নেই তারাই মতকে হত্যা করতে চায় ব্যক্তিকে হত্যা করে। সক্রেটিস, হাইপেশিয়া, ব্রুনো, গ্যালিলিও, হুমায়ুন আজাদ, অভিজিৎ রায় এবং আরো অনেকের প্রতি করা নৃশংস আচরণ ভুল প্রমাণিত হয়েছে। এসব করে মুক্ত চিন্তাকে থাপানো যাবে না, থামানো যায়নি, থামানো যায় না। কথা বলতে বলতেই না সত্যটা বের হয়। বিতর্কেই না বন্ধুত্ব। শাণিত যুক্তিতে, প্রমাণেই আমরা বের করি সত্যকে। আসুন এক সাথে মিলেই ভুল প্রমাণ করি-

  • পৃথিবী গোলাকার ও মহাবিশ্বের কেন্দ্র নয়।

  • পৃথিবী একটি গ্রহ ও চন্দ্র তার উপগ্রহ।

  • পৃথিবীই সূর্যের চার দিকে ঘোরে।

  • পৃথিবীর বয়স ৪৫০ কোটি বছর।

  • বিবর্তনের মাধ্যমেই নতুন প্রজাতির উদ্ভব হয়।

0 comments

Comments


Enjoy
Free
E-Books
on
Just Another Bangladeshi
By
Famous Writers, Scientists, and Philosophers 
click here.gif
click here.gif

Click Here to Get  E-Books

lgbt-bangladesh.png
bottom of page