{"items":["5f7a29e05ea9e50017d49c62","5f491490b2fc920017e83f42","5f42b8e6d36d8b001817356f","5f3fd8543d97230017848e97","5f3fd0d89907940017c83e27","5f3b6453df442a0017741d68","5f3a850abf6a6e00179a6442","5e39776def6d680017318b27","5ef5594d79f0240017e4268c","5f3520c6c60fa000171ce0cc"],"styles":{"galleryType":"Columns","groupSize":1,"showArrows":true,"cubeImages":true,"cubeType":"fill","cubeRatio":1,"isVertical":true,"gallerySize":30,"collageAmount":0,"collageDensity":0,"groupTypes":"1","oneRow":false,"imageMargin":7,"galleryMargin":0,"scatter":0,"rotatingScatter":"","chooseBestGroup":true,"smartCrop":false,"hasThumbnails":false,"enableScroll":true,"isGrid":true,"isSlider":false,"isColumns":false,"isSlideshow":false,"cropOnlyFill":false,"fixedColumns":0,"enableInfiniteScroll":true,"isRTL":false,"minItemSize":50,"rotatingGroupTypes":"","rotatingCropRatios":"","columnWidths":"","gallerySliderImageRatio":1.7777777777777777,"numberOfImagesPerRow":3,"numberOfImagesPerCol":1,"groupsPerStrip":0,"borderRadius":0,"boxShadow":0,"gridStyle":0,"mobilePanorama":false,"placeGroupsLtr":true,"viewMode":"preview","thumbnailSpacings":4,"galleryThumbnailsAlignment":"bottom","isMasonry":false,"isAutoSlideshow":false,"slideshowLoop":false,"autoSlideshowInterval":4,"bottomInfoHeight":0,"titlePlacement":["SHOW_ON_THE_RIGHT","SHOW_BELOW"],"galleryTextAlign":"center","scrollSnap":false,"itemClick":"nothing","fullscreen":true,"videoPlay":"hover","scrollAnimation":"NO_EFFECT","slideAnimation":"SCROLL","scrollDirection":0,"scrollDuration":400,"overlayAnimation":"FADE_IN","arrowsPosition":0,"arrowsSize":23,"watermarkOpacity":40,"watermarkSize":40,"useWatermark":true,"watermarkDock":{"top":"auto","left":"auto","right":0,"bottom":0,"transform":"translate3d(0,0,0)"},"loadMoreAmount":"all","defaultShowInfoExpand":1,"allowLinkExpand":true,"expandInfoPosition":0,"allowFullscreenExpand":true,"fullscreenLoop":false,"galleryAlignExpand":"left","addToCartBorderWidth":1,"addToCartButtonText":"","slideshowInfoSize":200,"playButtonForAutoSlideShow":false,"allowSlideshowCounter":false,"hoveringBehaviour":"NEVER_SHOW","thumbnailSize":120,"magicLayoutSeed":1,"imageHoverAnimation":"NO_EFFECT","imagePlacementAnimation":"NO_EFFECT","calculateTextBoxWidthMode":"PERCENT","textBoxHeight":42,"textBoxWidth":200,"textBoxWidthPercent":75,"textImageSpace":10,"textBoxBorderRadius":0,"textBoxBorderWidth":0,"loadMoreButtonText":"","loadMoreButtonBorderWidth":1,"loadMoreButtonBorderRadius":0,"imageInfoType":"ATTACHED_BACKGROUND","itemBorderWidth":1,"itemBorderRadius":0,"itemEnableShadow":false,"itemShadowBlur":20,"itemShadowDirection":135,"itemShadowSize":10,"imageLoadingMode":"BLUR","expandAnimation":"NO_EFFECT","imageQuality":90,"usmToggle":false,"usm_a":0,"usm_r":0,"usm_t":0,"videoSound":false,"videoSpeed":"1","videoLoop":true,"jsonStyleParams":"","gallerySizeType":"px","gallerySizePx":412,"allowTitle":true,"allowContextMenu":true,"textsHorizontalPadding":-30,"itemBorderColor":{"themeName":"color_12","value":"rgba(237,237,236,0.75)"},"showVideoPlayButton":true,"galleryLayout":2,"calculateTextBoxHeightMode":"MANUAL","targetItemSize":412,"selectedLayout":"2|bottom|1|fill|true|0|true","layoutsVersion":2,"selectedLayoutV2":2,"isSlideshowFont":true,"externalInfoHeight":42,"externalInfoWidth":0.75},"container":{"width":397,"galleryWidth":404,"galleryHeight":0,"scrollBase":0,"height":null}}
আমি পরী
রাত ৩ টা ৩০ মিনিট বাজে, ওয়াশরুম থেকে ফিরে আমার রুমে এসে দেখি এক হাড়ি মিষ্টি নিয়ে একটি মেয়ে আমার বিছানার উপর বসে আছে। আমাকে দেখে খিলখিল করে হাসছে আর মিষ্টি খাচ্ছে!
আপনি কে? হাহাহা!

এখানে কি করেন? দেখতেই তো পাচ্ছেন মিষ্টি খাই হিহিহিহি! এখানে কিভাবে এলেন? উড়ে আসলাম! মানে? চুপ রইলো মেয়েটি! চোখ দুটো উল্টো করে রেখে আমার দিকে চেয়ে আছে। একটু ভয় পেলাম, একটু নাহ বেশ ভয় পেলাম। আবার ও জিজ্ঞেস করলাম কে আপনি? পরী! হিহিহি মানে? এতো মানে মানে না করে আসেন তো এদিকে.. দুজনে মিলে মিষ্টি খাই।
আমি গ্রামের বাড়িতে আছি হোম কোয়ারেন্টন এ। বাড়িটি দোতলা আমি ছাড়া আর কেউ নেই এই বাড়িতে। সবাই শহরে, সবার থেকে দূরে সরে আসলাম কিছু না বলে না কয়ে। আমার করোনা হয়েছে বলে কেউ আমাকে ঘৃণা করুক/অবহেলা করুক এটা আমি চাই না, আবার এটা ও চাইনা আমার জন্য কারো ক্ষতি হোক তাই সবার থেকে দূরে সরে এসে গ্রামের বাড়িতে আশ্রয় নিলাম। এই বাড়িতে কেউ নেই আমি ছাড়া কিন্তু মাঝরাতে এই মেয়েটিকে দেখে অবাক লাগছে। চিনি না এতো রাতে কোথায় থেকে আসলো এই মেয়েটি আর অদ্ভুত লাগছে মানুষ তো মনেই হচ্ছে না এর আচরণ, পোষাক আর চেহারা দেখে! আসলে আপনি কে ঠিক করে বলুন তো? কিভাবে আসলেন? তোকে না বললাম আমি কে? এই মানুষের বাচ্চা এতো প্যাচাল পারিস কেন? আপনি জানেন না আমার করোনা ভাইরাস হয়েছে দূরে সরে যান প্লিজ, এখান থেকে যান দয়া করে। হাহা হাহা হিহিহিহি হেহেহেহে। আমি তোমার শরীরের ভাইরাস গুলো খেয়ে ফেলতে চাই। হিহিহিহি এ কথা বলেই বিছানার উপর মেয়েটি মিষ্টির হাড়িটির ভিতর মাথা ডুকিয়ে দেয় তার মাথা যেন মিষ্টির হাড়ির ভিতর সরু হয়ে ডুকে গেল। অনেকটা সাপের মতো। একে একে তার পুরো শরীর টাই মিষ্টির হাড়ির ভিতর ডুকে গেল। আমি ভয়ার্ত চোখে তাকিয়ে আছি আমার পা অজান্তেই কাপছে! অন্য কেউ হলে সেখানে স্ট্রোক করতো কিংবা ফিট হয়ে যেত। আমি এগিয়ে যাই হাড়িটির দিকে মাথা ঝুকে দেখি ভিতরে হাড়ি ভর্তি মিষ্টি, মেয়েটি নেই!!! মিষ্টি হাড়িটির পাশে বসে রইলাম, তোমার শরীরের ভাইরাস সব খেয়ে ফেলবো এই কথাটা মনে পড়লেই শরীর টা কেমন শিরশির করে উঠলো! হাড়িটি কেন জানি আমাকে খুব আকর্ষণ করছে, হাড়িটি থেকে একটি মিষ্টি তুলে খেলাম। অসাধারণ! সত্যি চমৎকার, আজীবনে কেন স্বপ্নে ও এমন মিষ্টি খাইনি কখনো। খেতে খেতে হাড়িটি প্রায় শূন্য। শেষে একটি মিষ্টি পড়ে রইলো! যখন সেটিও তুলে মুখে ভরতে যাবো তখনই চোখ পড়ে মিষ্টির গায়ে! মিষ্টির উপর পরীটির চেহারা ভাসতেছে সে হাসছে, মিষ্টির উপর পরী আমাকে একটা চোখ মারলো ওমনি মিষ্টি টি আমার মুখে লাফ দিয়েই ডুকে পড়লো আমি ভয়ে অজান্তেই ডোক গিলি..টপ করেই মিষ্টি টি আমার পেটে চলে যায়, পেট থেকে হাসির শব্দ শোনা যাচ্ছে...হুহু
0 comments