top of page
Writer's pictureJust Another Bangladeshi

আপনি যাকে সত্যি ভালোবাসেন,সে আপনার হোক।

সত্যিটা হচ্ছে - সৃষ্টিকর্তা যাকে আপনার জন্য সত্যি রেখেছেন,আপনি তার হবেন বা সে আপনাকে পাবে।


জীবনের কতগুলা টার্ম আছে,বয়সভেদে এগুলো প্রকট হয়ে ওঠে।আপনার আমার বয়সী,কেবল দায়িত্ব মাথায় আসা মানুষগুলো,যাদের পড়াশুনা প্রায় শেষ শেষ,জীবন যাদের বাবা-মা এর ছায়াতল থেকে বের হয়ে আসার;এই বয়সীদের কিছু টার্ম আছে।একটা চাকরীর স্বপ্ন,একটা বিয়ে(এই বিয়ের জন্য এ যুগীয় প্রেম)। মানুষ সবচেয়ে বেশি বেয়াড়া হয় ক্লাস নাইন থেকে ইন্টার পর্যন্ত।এরপর ঘরের ছেলে ঘরে ফিরে আসে।কিশোর বয়সে বাপ- মা থেকে দূরে যাওয়া ছেলেমেয়ে এবার একটু বাপ-মা এর কাছে এসে বসে।এর কারণটা উপলব্ধি।লোকে বুঝতে শেখে,বন্ধু বলে কেউ নেই,কেউ প্রয়োজনে,কেউ চাহিদায়,কেউ হিংসায় যারা কাছে আছে তারা শুধু জীবনের একটা অংশ।এইজন্য ভার্সিটি লাইফের ফ্রেন্ডদেরকে পাবলিক করে কত সহজে আমরা স্নেক বলে ফেলি।এবার আমরা কাছ ঘেঁষে বসি বাপ-মায়ের।এরপর আসে নিজের জীবনের কথা।অধিক যোগাযোগের এই যুগে ঠিক তখনই প্রেম প্রকট হয়ে ওঠে।এই প্রেম আগেও ছিল,এখনও আছে,যোগাযোগের জন্য এই প্রেম এখন শুধু প্রকট।শুধু প্রকট না,জটিল - বহুগামী - নিম্নগামী - জনমানুষে পরিপূর্ণ। আমাদের বাপ- মা আপাতদৃষ্টিতে প্রেমকে সহজ করে দিয়েছে।গভীরদৃষ্টিতে ঐখানেই জটিল।এখন বিয়ে করা সবচেয়ে কঠিন কাজ।ছেলের বাবা- মা,চৌদ্দগুষ্ঠি,মেয়ের বাবা- মা চৌদ্দগুষ্টিকে শিক্ষিত এবং স্বচ্ছল হতে হয়।এরপরেও যদি বিয়ে হয়,দুপক্ষের বিয়ের সরঞ্জামাদি-আচার-অনুষ্ঠান নিয়ে ঝামেলা ফ্যাসাদ।দুপক্ষের আত্মগরিমা।সবশেষে বিয়ে নস্যাৎ। মন ভেঙ্গে চুরমার।অতি পরিচিত মানুষ একেবারে অপরিচিত হয়ে গেল - কষ্ট হবে না? . বিয়ে তো অনেক পরের কথা। মনে মনে আপনি কাউকে ভালোবাসেন।বলেন না বলেননা।আপনার ভালোবাসার মানুষ আবার আরেকজনকে ভালোবাসে।আরেকজন আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসে না,সে বাসে অন্যকে।একে অন্যকে- অন্য অন্যকে,পরস্পরকে না। যারে পাওয়া যায় না,তার হাওয়াই গায়ে লেগে থাকলে - কষ্ট হবে না? . প্রেমিকের চাকরী হয় না - প্রেমিক সমবয়সী : দেশের জাতীয় সমস্যা। যে চাকরীহীন প্রেমিককে প্রেমিকার ভাই তার বোনকে দেয় না - সেই ভাইই নিজে চাকরীহীনতার জন্য প্রেমিকাকে পায় না ;তাও দেয় না। কষ্ট হবে না? . যুগ পরিবর্তন হচ্ছে,প্রেম সাময়িক করেছেন আপনারাই।হবে না বিয়ে - করে ফেলি।এই করতে যেয়েই ঝামেলায় পড়ে যান।হিন্দু- মুসলমান - খ্রিষ্টান - বৌদ্ধ প্রেম।মিলনের আশা না রেখে এই প্রেমে পড়ে, পরে অজান্তে মিলনের আকাঙ্ক্ষা জন্মে যায়।কষ্ট তো হয়।কষ্ট হবে না? . একবছর ধরে আপনার পিছে ঘোরা লোককে একসময় আপনার ভালোলেগে যায়ই। সব মেয়েই পটে,কেউ নয়ে কেউ নব্বইতে।সব ছেলেও পটে,নয়ে হোক কী নব্বইতে। আপনি রাজি হয়ে যাবার আরও একবছর পর আবিষ্কার করলেন সে আরও অনেকেরপিছে একবছর থেকে ঘোরে।আপনি একটি লয়্যাল মানুষ।কষ্ট হবে না? . পিছে ঘুরে ঘুরে আপন করে পেয়ে চাহিদা পূরণের অভাবে ছেড়ে চলে যায়।নষ্ট ভালোবাসার নতুন ট্রেন্ড।কষ্ট হবে না? . কোটি কোটি বছর ধরে পিছে ঘুরে,ডেডিকেসি দেখিয়ে - নতুন ভালোবেসে পুরনোকে আঁকড়ে রাখে।ভালোবাসার মানুষ আছে তো থাক,তাকে যত্ন করার দরকার কী। সে আমার মনের মানুষ,সে তো জানেই,সবার সামনে প্রায়োরিটি দেখাবার দরকার কী! যার ডেডিকেসি,প্রায়োরিটি,রেসপেক্ট হারায়,তার, কষ্ট হবে না? কষ্ট হয়।চারিদিকে এত কষ্ট।খালি পায়ে নুড়ি ঘেরা পথে হাঁটবার মত কষ্ট।কেউ আছে সারাদিন প্রকাশ করে,কেউ কখনও না,তবু কষ্ট আছে।চারিদিকে কষ্ট ছড়িয়ে রাখা লোক।কষ্ট নিয়ে পড়ে থাকবেন?এক কষ্টের কথা কতবার লোককে শোনাবেন,কত শোনাবেন,কাকে শোনাবেন? কথা শোনার মানুষ কোথাও নেই,যাকে শোনাচ্ছেন সেও আছে কষ্টে।যার প্রেমের কষ্ট নেই,তার হয়ত আপনার থেকেও বড় কষ্ট আছে।কষ্ট পাওয়া লোক খুব সহজে অন্যকে জাজ করে ফেলে,নিজেকে জাজ করে না।নিজেকে জাজ করলে বুঝতে পারত - জীবন যার,জীবন তারই।তাকে সে ছাড়া অন্য কেউ আলোকিত করতে পারবে না।যে মানুষ ছাড়া জীবন চলবে না মনেহয়,সে ছাড়া আরও অনেকে আপনার জীবনে আসবে।আরও অনেকের ভরণপোষনের জন্য আপনি বেঁচে থাকবেন,অনেকের বেঁচে থাকার জন্য আপনি নিজেেকে বাঁচিয়ে রাখবেন।এই উপলব্ধি আপনাকে নিজে আনতে হবে।আপনার দুঃখের সময় আমি জ্ঞান দিলে আপনি আমাকে জ্ঞানপাপী বলবেন।কিন্তু এটা বুঝতে পারবেন না যে আপনি জীবনপাপী।এত সুন্দর জীবন আপনার,সেটা আপনি নষ্ট করছেন। জীবনে কী নিয়ে আপনি দুঃখী,সেটাকে খুঁজে বের করুন।যদি বিরহ আসে,বিরহকে আসতে দিন।দুনিয়া থেকে দূরে গিয়ে কয়েকদিন নিরঙ্কুশ বিরহ পালন করে আসুন।জীবন তাতে দুদিন পিছিয়ে যাক।দুদিন পিছাবার বদৌলতে পুরা জীবন ফিরিয়ে আনেন।দুঃখ প্রকাশ না করলে কারও কষ্ট বাড়ে,তাহলে প্রকাশ করুন।কিন্তু সব প্রকাশের একটা লিমিট রাখুন।সব ভালোবাসা নিয়েই আল্টিমেটলি লোকে হাসাহাসি করে,আপনার এত মূল্যবান অনুভূতি - একজনের প্রতি শ্রদ্ধাবোধ,জীবনবোধ - মরণবোধকে নিয়ে অন্যরা হাসাহাসি করছে ; এমন লেভেলে দুঃখ প্রকাশ করে জীবনকে কী দিবেন?ডবল অশ্রদ্ধা? চারিদিকে দেখি শুধু ভগ্ন প্রেম।এই প্রেমই সবার জীবনটাকে নষ্ট করল।প্রেমের উপর রাগ এখন আমার। . নষ্ট হওয়াও জীবনের ধর্ম।জীবনের পথ কোনোদিনন সরল না,পথে পথে বাঁধা।অভাব,কষ্ট,বিরহ,চেতনা - সব নিয়ে কষ্ট।যিনি জীবন দিয়েছেন,পথ বানিয়ে আপনাকে ছেড়ে দিয়েছেন;আপনাকে কষ্ট ঠেলার জন্যই তৈরী করা হয়েছে।আপনি হাত পা গুটিয়ে মনমরা হয়ে বসে থাকেন কোন আক্কেলে?

0 comments

Recent Posts

See All

Comments


Enjoy
Free
E-Books
on
Just Another Bangladeshi
By
Famous Writers, Scientists, and Philosophers 
click here.gif
click here.gif

Click Here to Get  E-Books

lgbt-bangladesh.png
bottom of page