আপনি উচ্চকণ্ঠ হইলে যে গুম হইয়া যাইবেন
আপনি নিজে ভোট দিয়া সরকার বানাইতে পারেন? সরকার পছন্দ না হইলে তারে পাল্টানোর জন্য আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন? আপনার সভা সমাবেশ করার অধিকার আছে? প্রতিবাদ জানানোর অধিকার আছে? আপনার রাজনীতি করার অধিকার আছে? আপনি উচ্চকণ্ঠ হইলে যে গুম হইয়া যাইবেন না তার নিশ্চয়তা আছে? আপনার মিডিয়া চাইলে যেকোন খবর ছাপাইতে পারে? আপনারে যে ৫৭ ধারায় ফাসায়ে দেয়া হইবেনা এইটা কি আপনি শিওর? আপনি গুম হইলে ক্রস ফায়ার হইলে আপনার পরিবার ন্যায় বিচার পাইবে? যারা হইছে আগে গুম বা ক্রস ফায়ারের শিকার তাদের পরিবার বিচার পাইছে?
ইণ্ডিয়ান সচিব আইস্যা আপনার এইখানে পলিটিক্যাল লীডাররে কয়, নির্বাচনে আসেন, না আসলে জামাত বিএনপি ক্ষমতায় আসবে। পৃথিবীতে এই কাজ আগে কোন রাষ্ট্র করছে পাশের রাস্ট্রের সাথে?
ভাইজান, আপনার দেশ লুট হইয়া যাইতেছে। আপনার গণতান্ত্রিক আর নাগরিক অধিকার লুট হইয়া গেছে। আর আপনি আছেন সুইস ব্যাংকে লুটের কয়েক হাজার কোটি ডলার নিয়া?
দেশ বাচান; লুটের টাকা ঠিকই উদ্ধার হইবো, একদিন নাহয় একদিন।
Comments