Just Another Bangladeshi

Dec 19, 20162 min

মানুষের ইতিহাস কতদিনের?

খ্রিস্টান পাদ্রী জেমস উসার হিসাব করে দেখান বাইবেল অনুযায়ী জগতের সৃষ্টি খৃস্টপূর্ণব ৪০০৪ সনের ২৩ অক্টোবর রবিবার সকাল ৯টা।অন্ধবিশ্বাসীদের কাছে এটাই সত্য। আরো আগের কিছু পাওয়া গেলেই এই বিশ্বাস ভুল প্রমাণিত হয়ে যায়। আমরা ইতোমধ্যে প্রমাণ পেয়েছি-

৫/৭ হাজার বছর আগের মমি ও তুষারে সমাধীপ্রাপ্ত মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছে।

৮ হাজার বছর আগে কৃষির সূচনা হয়।মানুষ নীলনদ, তাইগ্রিস-ইউফ্রেতিস, গঙ্গা-সিন্ধু, হোয়াংহো-ইয়াংসিকিয়াং ইত্যাদি বড় বড় নদীর তীরবর্তী উর্বর সমভূমিতে বসতি স্থাপন করেন। স্থায়ী বাসগৃথে মানুষ বাস করতে শুরু করে।

৮/১০ হাজার বছরে আগের গুহাচিত্র, হাতিয়ার, তৈজসপত্র পাওয়া গিয়েছে।

১২ হাজার বছর আগে নতুন প্রস্তর যুগের শুরু হয়। গৃহপালিত পশু পালন, গাছের ছাল/পাতা দিয়ে লজ্জা নিবারণ ইত্যাদির সূচনা হয়।

৩৫ হাজার বছর আগে আগে শুরু হয় ক্রোমাগনন মানুষের যাত্রা।

৩৫/৭০ হাজার বছর আগে বরফ যুগে ইউরোপে বাস করতো নিয়ানডার্থাল মানুষ।

২/৩ লক্ষ বছর আগের আদিম মানুষের জীবাশ্ম পাওয়া গিয়েছে।

১৫/২০ লক্ষ বছর আগের হোমো সাপিন্সের পূর্বপুরুষ হোমো হ্যাবিলিসের জীবাশ্মের সন্ধান পাওয়া গিয়েছে।

তার মানে বাইবেলে মানুষ সৃষ্টির যে হিসাব দেয়া হয়েছে তা সঠিক নয়। ছয় দিনে সৃষ্টির হিসাব নিয়ে একটি প্রশ্ন জাগে-

পৃথিবীর সৃষ্টির আগে কি একদিন বলতে কিছু থাকা সম্ভব

পৃথিবী নিজের অক্ষের উপর একবার ঘুরে আসা হল একদিন। পৃথিবীই যখন ছিল না তখন আজকের এই একদিন বলেও কিছু ছিল না। এই দিনের হিসাব, ঘণ্টা, মিনিট ও সেকেন্ডের হিসাবও মানুষই বানিয়েছে। মানুষ নিজেদের যে ইতিহাস লিখছে তা কোন আজগুবি বিষয় নয়। মমি, তৈজসপত্র বা জীবাশ্মর বয়স নির্ধারণ করা হয়েছে কার্বন টেস্ট করেই।আদিম মানুষের জীবাশ্ম যদি চার লক্ষ বছরের পুরাতন পাওয়া যায় তখনই বিজ্ঞানীরা আদিম মানুষের পূর্বতম সময় বদল করবেন। এখানে যা কিছু বলা হয় পরীক্ষা করে নিশ্চিত হয়েই বলা হয়।

পৃথিবী ও সূর্য সৃষ্টির আগে সকাল ৯ টা মানে কি

মানুষই পৃথিবীর নিজ অক্ষের উপর একবার ঘুরে আসাকে ২৪ ঘণ্টা ধরে হিসাব করেছে। সূর্য যখন মধ্য আকাশে থাকে তখন ১২ টা আর তার বিপরীত অবস্থানকে দিন শুরু ধরা হয়। যদি ভোর ৬টা থেকে দিন শুরুর হিসাব করা হতো তাহলেও কিন্তু আজকের ৯ টা হতো ৩ টা। বিষয়টা পৃথিবীর ঘুর্ণন ও সূর্যের সাথে সম্পর্কিত। সূর্য সৃষ্টি না হলে আর পৃথিবী নিজের অক্ষের উপর না ঘুরলে (পৃথিবী সৃষ্টির আগে ঘুরার প্রশ্নই উঠে না) সকাল ৯ টার কোন মানে নেই। মানুষ সৃষ্টির সাত দিন আগে ১৬ অক্টোবর সকাল ৯ টা কিভাবে হিসাব করা হবে? তখনতো তখনতো মহাবিশ্ব, তারকা, সূর্য, চন্দ্র, পৃথিবী কিছুই ছিল না। তখন সকাল নয়টার কোন মানে নেই।

    1