Just Another Bangladeshi

May 6, 20142 min

ভয়ানক রাতের আত্মকাহিনী

সময়টা ছিল এন্ড্রোয়েড'হীন, তখনো নতুন প্রযুক্তির দামি কোন স্ক্রিন টার্চ মোবাইলের আবিভার্ব ঘটেনি, নরমাল একটা নকিয়া মোবাইলে হেডফোন লাগিয়ে শুনছিলাম ভূত এফ.এম!

গ্রামের বাড়িতেই ছিলাম আমাদের নিজ ঘরে দু'তলায় একা ই থাকি যখন গ্রামে যায়!

ত্য সবাই জানেন শীতকালে গ্রামের বাড়িঘর ৯ টার পর পরেই স্তব্ধ নিরব শুনশান হয়ে যায়, চারিদিক ঘন কুয়াশায় ভরে যায় পুরো গ্রাম!

ঠাণ্ডার মধ্যে কম্বল গায়ে জড়িয়ে ভূত এফ এম শোনা কতোই না মজার!
 
সাথে গ্রাম্য হরর পরিবেশ

ঠিক ১২:০০ টায় শুরু হলো ভূত এফ.এম! শুনতে শুনতে হঠাৎ ভয় ভয় লাগছিল, হঠাৎ কেউ পাশে এসে শুয়ার শব্দ পেলাম!
 
তখন আমার ভিতর আমি নেই! আমার শরীর এর সব লুম দাঁড়িয়ে গেলো!

ঠিক তেমন সময় এমন হিসু পেলো বলার মত না! হিসু করতে টয়লেটে যাবো সে সাহসও আর হচ্ছেনা, মনে হচ্ছে উঠে লাইট জ্বালাতে গেলে আমাকে ধরে ফেলবো

সে রাতে হিসুর এমন টানা হ্যাচড়ায় আমি কিরকম অনুভব করছিলাম জানিনা, খুব অস্বস্তি লাগছিল, কিন্তু মনে পড়ে গেল পাশেই পানির বোতল ছিল, আস্তে আস্তে ওটাকে নিয়ে ওটার মধ্যে চুচু করে দিলাম

তারপর কিছুটা শান্তি লাগছিল

পরে আবার অনুভব করছি বোতলে যে আগে পানি ছিল, সাথে আমার হিসু একসাথে বেড়ে গিয়ে সব হিসু বিছানায় মাখামাখি! যেন আমি হিসু রাজ্যের অধিপতি সম্রাট হিসুরাজ!

সাথে সাথে একটু পর দেখি হিসু রাজ্যের শুটকো মন্ত্রী এসে বলে মামা মামা দরজা খোলো,

তখন জান হাতে ফিরে পাওয়ার মত অবস্থা, এক দৌড়ে উঠে দরজা খুললাম, ভাগিনা এসে বলে মামা কি হলো তোমাকে এত ভয়ার্ত দেখাচ্ছে কেন আর তোমার প্যান্ট ভিজে কেমন অবস্থা??? এই শীতেও গোসল করেছো তুমি???.

তখন আমি তার কোন কথায় কান না দিয়ে খুঁজছিলাম সেটাকে, যেটার অস্তিত্ব আমি কিছুক্ষণ আগে অনুভব করে আমার অবস্থা লেজে গোবরে হয়েছিল!

বিছানার পাশেই দেখি সেই জ্বীনটা
 
ওটা ছিল ছোট ভাগিনীর খেলার গ্যাসের বেলুন, কোথাও নড়বড়ে বাঁধা ছিল আর খুলে আমার পাশেই চলে এসেছিল,
 
এমন সময় আসলো যার জন্য প্যান্ট, বিছানা সব ভিজিয়ে ফেলেছিলাম!

আল্লাহ তখন নিজেকে এমন বোকা*সু মনে হচ্ছিলো বলার বাইরে!!!

এই ছিল কাহিনী, অল্পতে ভয় পেলে যা হয় আরকি!

    2