Just Another Bangladeshi

Apr 28, 20201 min

চকরিয়ায় মেম্বারের নেতৃত্বে শতবর্ষী শ্মশান দখলের চেষ্টা, আহত ৭

কক্সবাজার চকরিয়ায় হিন্দু সামপ্রদায়িক শতবর্ষী মহাশ্মশান ৬ নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম নেতৃত্বে দখলের চেষ্টায় বাঁধা দেওয়া সন্ত্রাসীদের হামলায় নারী পুরুষ সহ সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড খোজাখালী জলদাসপাড়ার হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, কালা বাশি দাশ (৭৫) পিতা মৃত লবাচরন দাশ,অরুন দাশ (৪৫) পিতা মৃত সতিশ দাশ, পুরন্জন দাশ (৩৪) পিতা রাখাল দাশ, রিদুল পাল (২৪) পিতা মৃত ভূবন পাল,লিটন দাশ (১৩) পিতা লক্ষী দাশ সহ আরো ৫ জন আহত হয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড খোজাখালী মৌজার বি.এস ১নং খতিয়ানে ৮৫৬ দাগের ১.৬৮ একক ভূমি বিভাগে ভূমি ছিল। উক্তি ভূমিটি হিন্দু সামপ্রদায়িক শতবর্ষী মহাশ্মশান ব্যবহার করে আসছিল। ফলশ্রুতিতে উক্ত জায়গায় মহাশ্মশানটি সরকারি বর্নিত ১নং রুপান্তর করা হয়েছে। এলাকায় লোকজন সার্বিক সহযোগিতা মহাশ্মশানটি সীমানা দেওয়াল দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার বিকালের দিকে পাশ্ববর্তী ৬নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম রাশেল (২৮) নেতৃত্বে শহিদুল ইসলাম (৪৫) মোঃ জাবেদ (৩০) মোঃ আরমান (৩০) শাহাব উদ্দিন (৩০) আবদুল হক (২৭) মোঃ সালাউদ্দিন (২৮) জাহেদ (২৭) সহ আরো অজ্ঞতানামা ১৫/২০ জন গ্যাং নিয়ে শতবর্ষী মহাশ্মশান দখলের চেষ্টা চালান। খবর পেয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাধা দেয়। অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়। এতে নারী- পুরুষ সহ গুরুত্ব আহত হন।

হামলার আহত পুলিন সাধু জানান, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম রাসেল কয়েকবার আমাদের কাছে শ্মশানের জায়গা নিয়ে চাঁদাদাবী করছেন। চাঁদা না দেওয়া ২৮ এপ্রিল মঙ্গলবার হিন্দু ধর্মীয় মহাশ্মশানে জায়গায় দখলের চেষ্টা করেন। হিন্দু সামপ্রদায়িক লোক জন বাধা দিতে গিলে অস্ত্রধারী সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। শ্মশানের জায়গা দখলের হামলা কারীদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি এজাহার দাখিল করেন।

6