Just Another Bangladeshi

Jun 18, 20161 min

একোরিয়াম

মাছদের নিজস্ব একটা জগৎ আছে তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত । তাদের সমস্ত জ্ঞান, শক্তি, বুদ্ধিমত্তা, সবকিছুই এই একোরিয়ামের গন্ডির ভিতর, তারা এর বাইরে কিছুই চিন্তা করতে পারে না । তারা জানে না তাদের কেউ দেখছে, তারা জানে না তাদের খাবার কেউ একজন দিচ্ছে, তারা যেটাতে বসবাস করছে সেটার উৎস অন্য কেউ, এমনকি যেকোন মূহর্তে তাদের এখান থেকে সরিয়ে দিবে বা তাদের মৃত্যু দিতে পারে । কিন্তু তাদের কোন টেনসন নেই তারা দিব্যি চলাফেরা করছে, খাচ্ছে, মৈথুন আর আত্মরক্ষা করছে, তাদের কোন উদ্দ্যেশ নাই ।

ঠিক এই জগতে আমরা থাকছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, মৈথুন আর আত্মরক্ষা করছি । মুটামুটি ব্যস্ত আছি কিন্তু আমরা কি জানি আমাদের সকল কিছু সরবরাহ করছে ভগবান । বাতাস, জল, খাদ্য এগুলো ছাড়া আমরা এক মূহর্তে বাঁচতে পারব না কিন্তু এগুলো সাপ্লাই দিচ্ছে ভগবান । ভগবান চাইলে যেকোন মূহর্তে আমার মৃত্যু দিতে পারে । কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য কি ? আমরা কি পৃথিবী নামক এই একোরিয়ামে মাছেদের মত জীবন যাপন করব? নাকি আমাদের অন্য কোন উদ্দেশ্য আছে ।

মাছেরা যেমন এই একোরিয়ামের বাইরে অন্য কোন চিন্তা করতে পারে না তেমনি ধর্মবিহীন মানুষ এই জগতের বাইরে কিছু চিন্তা করতে পারে না । তাই মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব আর তারা অন্যান্য প্রাণীদের তুলনায় আলাদা যখন মানুষের মধ্যে ধর্মীয় বোধ শক্তি কাজ করবে আর তা নাহলে সে মানুষ পশুর সমান, আর পাশবিক সমাজে নিশ্চই ভাল কিছু আশা করা যায় না ।

তাই বেদান্ত সূত্রে বলা হয়েছে "অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা" তাই আমাদের জিজ্ঞাসা থাকতে হবে প্রথমে, আমি কে?, আমি কোথা থেকে এসেছি? ভগবান কে? ভগবান কোথায় থাকে ইত্যাদি নানা প্রশ্ন নিয়ে আমাদের পরম লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে । তাই শাস্ত্র পড়ুন, ভগবানকে জানুন আর নিজের জীবন স্বার্থক করুন ।

    1